একমাত্র বাংলাদেশি হিসেবে নারী আইপিএলে সালমা
সাদাকালো নিউজ
বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোর বাজার বেশ রমরমা। বিপিএল, আইপিএল, সিপিএল, পিএসএল শুধু ক্রিকেটে উন্নতি নয় আছে অর্থের ঝনঝনানিও। তবে নারীদের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি লিগ সেভাবে আধিপত্য দেখাতে পারেনি। তবে সেই চেষ্টার কমতি রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ছেলেদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে মাত করা বিসিসিআই চেষ্টা চালিয়ে যাচ্ছে নারীদের আইপিএলটাকে বিস্তৃত করার। ২০১৮ সালে শুরু হয় নারীদের আইপিএল খ্যাত উইমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। এবার মাঠে গড়াচ্ছে তাঁর চতুর্থ আসর। একমাত্র বাংলাদেশি হিসেবে সেখানে সুযোগ মিলেছে টাইগ্রেসদের স্পিন অলরাউন্ডার সালমা খাতুনের। সব ঠিক থাকলে ২৩ মে থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে খেলবেন তিনি।
ইতিমধ্যে নারী আইপিএলে যোগ দেয়ার জন্য এই টাইগ্রেস ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে ছাড়পত্রও দেয়া হয়েছে। তবে এবারের নারী আইপিএলে কোন দলের হয়ে খেলবেন, সে বিষয়ে নিশ্চিত নন এই টাইগ্রেস ক্রিকেটার। সালমা এর আগে ট্রেইলব্ল্যাজার্সের হয়ে নারী আইপিএল মাতিয়েছেন। ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সালমার দল ট্রেইলব্ল্যাজার্স।
আইপিএলে খেলার বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে সালমা বলেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব।’