এই শোয়ে-ই পর্দা ফাঁস হয়েছিলো বহু তারকার! বন্ধ হয়ে গেল ‘কফি উইথ করণ’
সাদাকালো নিউজ
করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা, কৌতূহলের অন্ত নেই। প্রতিবার নতুন সিজন শুরু হওয়ার আগে মুখিয়ে থাকতেন অনুরাগীরা।
করণ জোহরের প্রশ্নবাণের সম্মুখীন হয়ে বলিউড তারকারা কতটা বুদ্ধিদীপ্ত উত্তর দিতে পারেন, সেটাই ছিল ‘কফি উইথ করণ’-এর মূল আকর্ষণ। তবে এই শো-কে কেন্দ্র করে সমালোচনা-বিতর্কও কম কিছু হয়নি।
বহু তাবড় তারকাদের হাঁড়ির খবর বের করতেন করণ। শোনা যাচ্ছিল এবারও নয়া মরসুম নিয়ে ফিরছেন সঞ্চালক করণ জোহর। দর্শকরাও অপেক্ষায় ছিলেন। কিন্তু সব বিঁশ বাও জলে! বুধবার সোশ্যাল মিডিয়ায় একপ্রকার বোমা ফাটালেন করণ।
টুইট করে ঘোষণা করে দিলেন যে, এবার থেকে আর ‘কফি উইথ করণ’ দেখা যাবে না। বন্ধ হয়ে যাচ্ছে এই শো। পরপর ৬টি সিজন দেখার পর সপ্তম সিজন দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন দর্শকরা।
তবে করণ যেন তাঁদের খানিক আশাহত-ই করলেন। কেন হঠাৎ ‘কফি উইথ করণ’ বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিলেন করণ জোহর? সেই কারণও খোলসা করেছেন।
প্রযোজক-পরিচালক তথা সঞ্চালকের মন্তব্য, “‘কফি উইথ করণ’ আমার পাশাপাশি আপনাদের জীবনেরও অংশ হয়ে উঠেছিল। গত ছয়টি মৌসুমের সাক্ষী থেকেছেন আপনারা। আমার মনে হয়, এই শোয়ের মাধ্যমে আমরা একটা প্রভাব ফেলতে পেরেছি। শুধু তাই নয়, পপ কালচারের ইতিহাসেও জায়গা করে নিয়েছি। আর তাই ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে যে, ‘কফি উইথ করণ’ আর ফিরছে না।”