উয়েফার শাস্তির কবলে ম্যানইউ-বার্সা
সাদাকালো নিউজ
আর্থিক সঙ্গতি নীতিমালা ভেঙে বড় রকমের শাস্তির মুখে পড়ছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দুই জায়ান্ট ক্লাবের ওপর বড় অঙ্কের জরিমানা শুনিয়েছে। শাস্তি হিসেবে বার্সেলোনাকে ৫ লাখ ইউরো আর ইউনাইটেডকে ৩ লাখ ইউরো জরিমানা গুনতে হবে। শুক্রবার জরিমানার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
জরিমানার বিষয়টি নিয়ে বার্সা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিবৃতি দিয়েছে ইউনাইটেড। রেড ডেভিল ক্লাব জানিয়েছে, হতাশ হলেও ইউনাইটেড এই জরিমানা মেনে নিয়েছে। উয়েফা জানিয়েছে, অতীতে আমরা আর্থিক সঙ্গতি নীতির নিয়ম হালকা ভাঙায় এই শাস্তি দেওয়া হয়েছে।
তবে জরিমানা বা শাস্তির মুখে পড়লেও কোনো প্রকার বহিষ্কারের মুখোমুখি হচ্ছে না এই দুই ক্লাব। আগামী মৌসুমে ঘরোয়া লিগ কিংবা উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে দুই দলই। তবে জরিমানার অর্থ দুই জায়ান্ট ক্লাবকে পরিশোধ করতে হবে।