উপহারের গাড়ি আনতে জরিমানা গুনলেন হিরো আলম
সাদাকালো নিউজ
অবশেষে উপহারের সেই গাড়িটি নিলেন হিরো আলম। মঙ্গলবার দুপুরে ৬ লাখ টাকার নোয়া গাড়িটি তুলে দেয়া হয় হিরো আলমের হাতে। পরে উপহারের গাড়িটি জনসেবায় অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণাও দেন হিরো আলম।
এর আগে গাড়ি আনতে যাওয়ার সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে হিরো আলমকে স্বাগত জানায় ভক্তরা। পরে হিরো আলম যান শিক্ষক মখলিছুর রহমানের বাড়ি। চুনারুঘাট উপজেলা নরপতি গ্রামে। সেখানে হিরো আলমকে গাড়ির চাবি বুঝিয়ে দেন মখলিছুর রহমান।
নির্বাচনের আগে করা ওয়াদা রক্ষা করতে পেরে খুশি হিরো আলমের এই ভক্ত। তিনি বলেন, হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে আমার ভাই এই বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে ফেসবুকে নোয়া গাড়িটি উপহার দেয়ার ঘোষণা দেই। এরপর মিডিয়ায় আমাকে গালিগালাজসহ নানা ধরনের ঠাট্টা-বিদ্রুপ করা হয়। আজ হিরো আলম এসে সব কিছুর জবাব দিয়েছেন।
এদিকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে হিরো আলমকে জরিমানা ও মোকদ্দমা দেয় পুলিশ। দুপুর ২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তাকে এ জরিমানা ও মোকদ্দমা করে হাইওয়ে পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাঈনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটকের পর ২৫ হাজার টাকার মোকদ্দমা দেয়া হয়েছে।
হিরো আলম পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে অংশ নেন। বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেন তিনি। উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেয়ার ঘোষণা দেন হবিগঞ্জের ওই শিক্ষক।
উপনির্বাচনের এক দিন আগে ৩১ জানুয়ারি শিক্ষক এম মখলিছুর রহমান ফেসবুক লাইভে এসে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দেন। তখন তিনি বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। নির্বাচনে ফল যেটাই আসুক, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাঁকে উপহার দিতে চাই।’
প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দেননি হিরো আলম, যোগাযোগও করেননি। কয়েক দিন পর আবার লাইভ করেন এম মখলিছুর রহমান। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি নিতে তিনি আজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে যান।