উত্তাল স্রোতে রাবারের নৌকায় মা-বাবার খোঁজে রনি
সাদাকালো নিউজ
চারিদিকে বন্যা। সেই সঙ্গে নেই বিদ্যুৎ। মা-বাবার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে ঢাকায় জরুরি কাজ ফেলে রাবারের নৌকা আর লাইফ জ্যাকেট নিয়ে নিজ জেলা সিলেটে ছুটে যান রনি তালুকদার নামে এক যুবক। গুগল ম্যাপ দেখেই জীবনের ঝুঁকি নিয়ে বৈঠা হাতে উত্তাল স্রোতে নেমে পড়েন বাবা-মায়ের খোঁজে।
জানা গেছে, ছাতক পৌরসভার মণ্ডলীভোগ গ্রামে বাড়ি রনি তালুকদারের। প্রবাসে যাওয়ার জন্য জরুরি কাজে গত সপ্তাহে ঢাকায় আসেন। বন্যার পানি বাড়ার পর প্রতিনিয়ত মোবাইল ফোনে খোঁজ রাখছিলেন পরিবারের সঙ্গে। ১৬ই জুন রাতে পরিবারের সঙ্গে শেষবার তাঁর কথা হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন তিনি।
পরে ১৮ই জুন জীবন রক্ষাকারী সব ধরনের প্রস্তুতি নিয়ে ছাতক শহরের উদ্দেশে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকা থেকে রওনা দেন তিনি। জিপিআরএস নেটওয়ার্কের ওপর ভরসা করে রাবারের নৌকা নিয়ে বন্যার পানিতে নেমে গন্তব্যে ছুটে চলেন রনি। একসময় পানির স্রোতে রাবারের নৌকাটি এদিক-ওদিক ছোটাছুটি শুরু করলে ভীত হয়ে পড়েন তিনি। পরে রনি তালুকদারের আকুতির কথা শুনে মধ্যপথে ইঞ্জিন নৌকা থামিয়ে তাঁকে উদ্ধার করেন জালালাবাদে ত্রাণ বিতরণে যাওয়া একদল লোক।
পরে গত রোববার দুপুর দেড়টার দিকে ত্রাণবাহী একটি ট্রাকে করে ছাতকের উদ্দেশে রওনা দেন রনি। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বাড়ি পৌঁছেন। বাড়ির সবাই সুস্থ আছে দেখে স্বস্তি পেয়েছেন।