উত্তরা ব্যাংক এমডির শেয়ার কেনার ঘোষণা
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাবিউল হোসেন শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
সেমাবার (১৫ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাবিউল হোসেন ব্যাংকটির ১ লাখ ৮ হাজার ৯৩৬টি শেয়ার কিনবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক/ব্লক উভয় মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে হবে।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় উত্তরা ব্যাংক বর্তমানে ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬৪৩ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬৪ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৬৩টি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানির উদ্যোক্তা পরিচালকের হাতে ৩০.৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩২.০৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।
সোমবার (১৫ মে) সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২২ টাকায়।