উইম্বলডনের ফাইনালে মুখোমুখি জাবের ও ভন্দ্রোউসোভা
সাদাকালো নিউজ
গত আসরে উইম্বলডনের ফাইনালে উঠেও শেষটা রাঙাতে পারেননি তিউনিসিয়ান টেনিস তারকা ওন্স জাবের। এবার যেন আগের চেয়েও পরিণত হয়ে কোর্টে পা রেখেছেন ২৮ বছর বয়সি এই তারকা। গত আসরের চ্যাম্পিয়ন রিবাকিনাকে হারিয়েছেন কোয়ার্টার ফাইনালেই।
এরপর আরিনা সাবালেঙ্কার বিপক্ষে সেমিফাইনালে রোমাঞ্চকর এক লড়াই জিতে মেয়দের এককে পা রেখেছেন ফাইনালে। যেখানে তার অপেক্ষায় চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোউসোভা। আজ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে সেন্টার কোর্টে মুখোমুখি হবেন দুজনে।
ফাইনালে ওঠার লড়াইটা অবশ্য সহজ ছিল না জাবেরের। লড়াইয়ে নেমে দুর্দান্ত লড়াই করলেও শেষ পর্যন্ত টাইব্রেকে হারতে হয়ে আরিনা সাবালেঙ্কার কাছে। এরপর আবারও শুরুতে পিছিয়ে পড়েন। তবে সেটা অল্প সময়ের জন্যই।
এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিলেন ওন্স জাবের। টানা দ্বিতীয়বারের মতো উঠে গেলেন উইম্বলডনের নারী এককের ফাইনালে। বৃহস্পতিবার বেলারুশের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৩ গেমে হারান ষষ্ঠ বাছাই জাবের।
শনিবারের ফাইনালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য লড়বেন জাবের ও ভন্দ্রোউসোভা। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককের ফাইনালে ওঠার কীর্তি গড়েছেন ভন্দ্রোউসোভা। বৃহস্পতিবার শেষ চারে ৬-৩, ৬-৩ গেমে তিনি হারিয়েছেন ইউক্রেনের এলিনা স্ভিতোলিনাকে।