ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকছে সিএনজি স্টেশনগুলো
সাদাকালো নিউজ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে ও পরে ১২ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে পাঁচ এবং পরে সাত দিন ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে।
সড়কে যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে। এছাড়া গাজীপুর প্রথম অগ্রাধিকার। বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।