ঈদে রেলের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে
সাদাকালো নিউজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (২১মার্চ) দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তিনি।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এবার কাউন্টারে কোনো বিক্রি হবে না; শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে বলে জানান তিনি।