ঈদের নামাজের জন্য গোসলে নেমে বজ্রপাতে ৩ মৃত্যু
সাদাকালো নিউজ
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের নিউ ধলেশ্বরী নদী পাড়ে এ ঘটনা ঘটে। দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার হাতিয়া গ্রামের রবিউলের ছেলে আরিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্ব পাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)।
আহতরা হলেন, আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (১৫) ও আশরাফুলের ছেলে জাহিদ (২০)। এদের মধ্যে কয়েকজন মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূঁইয়া বলেন, ‘ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এসময় সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে একজন মারা যায়। এতে গুরতর দুইজনসহ চারজন আহত হয়। পরে আহত রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়। নিহতদের লাশ বাড়ি আনা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।