ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়
সাদাকালো নিউজ
ঈদের বাকি আর মাত্র দুদিন। এই ঈদ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যেভাবে পারছেন তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।
যানবাহনের তুলনায় যাত্রীদের চাপ বেশি থাকায় ঠিকমতো মিলছে না বাসের টিকিট। সেজন্য মহাসড়কে অনেক যাত্রীকেই যানবাহনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিন এমন দৃশ্য চোখে পড়ে।
বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে বৃহস্পতিবার বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হওয়ায় বিকেল থেকেই মানুষ গ্রামের দিকে ছুটছেন। আর ঘরমুখো যাত্রীদের প্রচুর চাপ থাকায় নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন মালিকদের বিরুদ্ধে।
এদিকে, বেশি ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন অধিকাংশ পরিবহন সংশ্লিষ্টরা। তবে কিছু বাসের হেলপাররা বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করলেও তারা ঈদের অজুহাত দেখাচ্ছেন। তারা বলেন, বছরে এই কয়েকটা দিনই আমরা একটু বেশি ভাড়া নিই।