ঈদযাত্রায় আকাশপথে ৪০ হাজার মানুষ ভ্রমণ করেছেন
সাদাকালো নিউজ
ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে অনেকে গ্রামে ফিরেছেন। আবার অনেকে পরিবার নিয়ে এই ছুটিতে গেছেন ঘুরতে। যাতায়াতে বাস, ট্রেন ও লঞ্চের ভোগান্তি থেকে বাঁচতে অনেকের প্রথম পছন্দ ছিল আকাশপথ। ফলে ঈদযাত্রায় বেড়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের চাহিদা। এয়ারলাইনসগুলোর তথ্য বলছে, ঈদযাত্রায় আকাশপথে এবার অন্তত ৪০ হাজার মানুষ ভ্রমণ করেছেন।
সংশ্লিষ্টরা জানান, করোনার কারণে গত দুই বছর ঈদের সময় আকাশপথে যাত্রীদের চাপ না থাকলেও এবার ঈদে বাড়তি চাপের মুখে পড়েছে আকাশ পথ। ঈদের কয়েক দিন আগে থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে শিডিউল ফ্লাইটের অধিকাংশ এয়ার টিকিট বিক্রি হয়ে গেছে।
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, গত ২৮ এপ্রিল থেকে ঈদের আগ পর্যন্ত সবগুলো এয়ারলাইনসের ফ্লাইট বুকিং ছিল। যাত্রীদের চাপ সামলাতে শিডিউল ফ্লাইটের বাইরে রাজশাহী রুটে একটি ও সৈয়দপুর রুটে দুটি বাড়তি ফ্লাইট পরিচালনা করেছে ইউএস বাংলা এয়ারলাইনস।
ঈদের আগের কয়েক দিনের যাত্রীদের পরিসংখ্যান হিসাব করলে করলে দেখা যায়, অন্তত ৪০ হাজার যাত্রী আকাশপথে ঢাকা ছেড়েছেন। গত ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই পাঁচ দিনে ২৫ থেকে ৩০ হাজার যাত্রী ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।’
দেশের বাইরে আকাশপথে কেমন যাত্রী গেছে জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘আকাশপথে দেশের বাইরে কত মানুষ গেছে, এই সংখ্যাটা বলা অনেক কঠিন। কারণ, এ সময় আন্তর্জাতিক রুটে কোনো বাড়তি ফ্লাইট ছিল না।