ইসলাম গ্রহণ করে গান ছাড়লেন কোরিয়ান শিল্পী দাউদ
রাকিবুল ইসলাম
তাঁর ক্যারিয়ার জীবন শুরু হয়েছিল সঙ্গীত দিয়ে। পরে পরিবারের হাল ধরতে খুলেছিলেন ইউটিউব চ্যানেল। তবে তাঁর জনপ্রিয়তা শুধু যে গান গেয়ে তা কিন্তু নয়। ইসলাম ধর্ম গ্রহণ করে ব্যাপক পরিচিতি পেয়েছেন।
বলছি, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শিল্পী ও ইউটিউবার জে কিমের কথা। কয়েক বছর আগে ইন্দোনেশিয়া, তিউনিসিয়ার মতো কয়েকটি মুসলিমপ্রধান দেশের মঞ্চে পারফর্ম করার সুযোগ হয় তাঁর। তখন থেকেই ইসলাম সম্পর্কে পড়ালেখা করতে শুরু করেন। এরপরই আগ্রহী হয়ে ওঠেন এই ধর্মের প্রতি।
কিছুদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর তিনি আগের নাম বদলে নতুন নাম রাখেন। নবী হযরত দাউদ (আ.) এর সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন ‘দাউদ কিম’।
ইসলাম ধর্ম গ্রহণের পর জে কিমের বদলে গেছে ইউটিউব চ্যানেলের কাভার পিকচারও। কালো গম্বুজে তাঁর নামের ওপরে লিখে দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ!
ইউটিউবার জে কিম আগে থেকেই ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলে বিভিন্ন বিষয়ে ব্লগ করতেন। ওইসব ব্লগে ধর্মের প্রতি তার অনুরাগ প্রকাশ পেয়েছে। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার প্রায় ৩১ লাখ।
ইসলাম ধর্ম গ্রহণের পর সর্বপ্রথম ওমরাহ পালন করেন জে কিম। ২ এপ্রিল রমজানের প্রথম দিন মক্কা ভ্রমণ করেন তিনি। পবিত্র কাবা প্রাঙ্গন ও মদিনার বর্ণিল দৃশ্য তুলে ধরেন তাঁর ভিডিওতে। সেগুলো শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।