ইলিয়াসের আগে আরেকটি বিয়ে করেছিলেন সুবাহ
নাফিজা আক্তার
আলোচিত মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। বিনোদন জগতের বাইরেই বেশি আলোচিত এই নায়িকা। প্রেম-বিয়ে-বিচ্ছেদ এই ৩ বিষয়েই প্রতিনিয়ত আলোচনায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে সরগরম থাকেন নেটিজনরা।
গেল বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে তরুণ সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। এর কয়েকদিন পর সেটা প্রকাশ্যে আনেন তারা। কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক। এক মাসের মাথায় তাদের দাম্পত্যে ফাটল ধরে।
ইলিয়াসের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হন সুবহা। অন্যদিকে ইলিয়াসও সুবহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আপাতত দুজনই আদালতে লড়ছেন। সেখানেই তাদের সকল অভিযোগের সমাধান মিলবে।
চলমান এই দ্বন্দ্বের মাঝেই সামনে এলো নতুন খবর। ইলিয়াসের আগে আরও একটি বিয়ে করেছিলেন সুবাহ! ২০১৭ সালে গাইবান্ধা থানায় সুবাহর করা একটি অভিযোগ পত্রের সূত্র ধরে এই বিয়ের গুঞ্জন।
সেই অভিযোগ থেকে জানা যায়, তাকে ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক করে তা মোবাইল ফোনে ধারণ করে রাখা হয়। পরবর্তীতে তাকে ভিডিও দেখিয়ে ভয়ভীতি দেখানো হয়। সুবাহর সেই মামলার কপিতে সাক্ষী হিসেবে স্বামীর নাম লেখা মো. ইয়াসির আরাফাত। সুবাহর সেই মামলার কপিটি তার বর্তমান স্বামী গায়ক ইলিয়াস প্রকাশ্যে এনেছেন।
এ প্রসঙ্গে ইলিয়াস হোসাইন দেশের একটি গণমাধ্যমকে জানান, সুবাহ তার আগের বিয়ের কথা আমার কাছে গোপন করেছিল। এখন সেটা আমি জেনেছি। সেখানকার থানার সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি। এছাড়া সুবাহ আমার সম্পর্কে মিথ্যা গুজব রটিয়েছে। আমি তার সঙ্গে সংসার করতে চাই না, এ জন্য আইনের আশ্রয় নিয়েছি।