ইয়েমেনকে ২০ কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক
সাদাকালো নিউজ
বিশ্বব্যাংক যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের খাদ্যনিরাপত্তা ও অপুষ্টি মোকাবিলায় ২০ কোটি ৭০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দেওয়া এই অনুদানে ১৮ লাখ ইয়েমেনি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এই বরাদ্দ যুদ্ধ, মূল্যস্ফীতি, জলবায়ু সম্পর্কিত জরুরি অবস্থা মোকাবিলা, গত আগস্ট-সেপ্টেম্বরের বন্যা এবং কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি থেকে দরিদ্র পরিবারগুলোকে সহায়তা দেবে।
২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই সময় হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অংশ দখল করে নেয়। পরে দেশটিতে চেপে বসে যুদ্ধ। সৌদি আরবের নেতৃত্বে একটি জোট আগের সরকারকে ক্ষমতায় ফিরিয়ে দিতে ২০১৫ সালের প্রথম দিকে সামরিক হস্তক্ষেপ শুরু হয়।
বর্তমানে দেশটির নারী-শিশুরা বছরের পর বছর ধরে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। তাদের সহায়সম্পদ, ঘরবাড়ি সবই যুদ্ধে শেষ হয়ে গেছে। দেশটিতে চরম মানবিক সংকট বিরাজ করছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড