ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০
সাদাকালো নিউজ
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বেশ কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও অন্তত ৩০০ জন আহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ওয়েস্ট জাভার সিয়ানজুর এলাকায়।
জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরের ওই স্থানে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জাকার্তার বাণিজ্যিক এলাকার অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে এসেছে। ভবনগুলো কাঁপতে দেখা গেছে এবং আসবাবপত্র বেশ জোরে নড়তে দেখা গেছে।
সিয়ানজুর প্রশাসনের প্রধান কর্মকর্তা হেরমান সুহেরমান বলেন, আমার কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী শুধু একটি হাসপাতালেই প্রায় ২০ জন মারা গেছেন এবং অন্তত ৩০০ আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগেরই দালানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে হাড়ে চিড় ধরেছে।