ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর রহস্যজনক প্রয়াণ
সাদাকালো নিউজ
রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এক প্রকৌশলীর দেহ উদ্ধার হয়েছে। সুব্রত সাহা নামের ওই ব্যক্তি হোটেলটিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তবে ঠিক কি কারণে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন তা নিশ্চিত হওয়া যায় নি। কেউ কি তাঁকে শেষ করে দিয়েছে, নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি পুলিশও।
পুলিশের সূত্র দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে হোটেলের দ্বিতীয়তলার ছাদে তাঁর দেহ পাওয়া যায়। হোটেলের অন্য কর্মচারীরা প্রথমে তাঁকে এমন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সুব্রতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান তিনি আর নেই। এভাবে সুব্রতর চলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
হোটেল কর্তৃপক্ষ বলছে, ২২ বছর ধরে হোটেলে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন সুব্রত। প্রতিদিনের মতো আজও সকালে তিনি হোটেলে আসেন। নবম তলায় ডিউটিরত ছিলেন তিনি। সেখান থেকেই লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দিয়েছেন তিনি। তবে কীভাবে সেখান থেকে সুব্রত পড়ে গেলেন সেটা পরিষ্কার করে বলতে পারেননি তাঁরা।
জানা গেছে, ধানমন্ডির সেন্ট্রাল রোডের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন সুব্রত। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। স্ত্রীর নাম নুপুর শাহ। একমাত্র মেয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করছে।