বাংলাদেশিকে বিয়ে করা ইতালির সেই নাগরিক উধাও!
চলতি বছরের জুলাই মাসের শেষ দিকে বাংলাদেশে এসে বিয়ে করেন ইতালির যুবক আলিসান্দ্র্রো চিয়ারোমন্তে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োলের খোকোবাড়ি গ্রামের মারকুস দাসের মেয়েকে বিয়ে করেন তিনি।
সেই ঘটনা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ঘটনার এক মাসেরও বেশি সময় পর জানা যায়, ইতালিতে স্ত্রী-সন্তান রেখে গোপনে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন সান্দ্রো। এবার জানা গেল ইতালির সেই নাগরিক পালিয়ে গেছেন।
বাংলাদেশে নববিবাহিত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য ভিসা নিয়ে আসার কথা বলে ইতালি ফিরে যান আলী সান্দ্রো। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ইতালির ওই নাগরিক। চার-পাঁচদিন আগেও সান্দ্রোর সঙ্গে যোগাযোগ ছিল নববিবাহিত স্ত্রী ও তাঁর পরিবারের। এখন তাঁর খোঁজ না পেয়ে পরিবারে চলছে হতাশা।
জানা যায়, ইতালিতে সান্দ্রোর স্ত্রী এবং ১০ বছরের একটি ছেলে রয়েছে। সেই পরিবারে কাউকে না জানিয়ে তাঁর এক বাংলাদেশি সহকর্মীর সঙ্গে বাংলাদেশে আসেন। পরিবারের লোকজনকে বলেন, কাজের জন্য তাঁকে কিছুদিন অন্য এক শহরে গিয়ে থাকতে হবে। কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, সান্দ্রো বাংলাদেশে গিয়ে ওই সহকর্মীর ভাতিজিকে বিয়ে করেছেন।
সান্দ্রো ইতালিতে ফিরে গেলে পরিবার তাঁর বিয়ের কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন। পরে জানান, মেয়ের পরিবার ওই মেয়েটিকে বিয়ে করে ইতালিতে আনার বিনিময়ে তাঁকে মোটা অংকের টাকা দেয়ার কথা বলেছিলেন। এ ঘটনায় তাঁর আগের স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যান। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আলিসান্দ্র্রো। তবে ইতালিতে তাঁর স্ত্রী এবং সন্তান রয়েছে সেটা নিশ্চিত করেছেন তাঁর পরিচিত অনেকে।
সাদাকালো নিউজ