ইউনিয়ন ব্যাংকের বোনাস প্রদানে রেকর্ড ডেট নির্ধারণ
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড ডেট বা তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ এপ্রিল ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়েছে।
ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।