ইউক্রেন যুদ্ধে সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ করছে রাশিয়া

সাদাকালো নিউজ
টানা ১২ দিন ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে সব দিক থেকে এগিয়ে আছে রুশ বাহিনী। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গৃহযুদ্ধে দক্ষ সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ দিয়েছে রাশিয়া।
সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে সোমবার (৭ মার্চ) বিবিসি অনলাইনের লাইভ সূত্রে এই তথ্য জানা যায়। সংবাদমাধ্যমটির তথ্য মতে, দ্রুত ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করার জন্য রাশিয়া সড়কে সড়কে তুমুল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।
তবে সিরিয়ার ঠিক কতজন ভাড়াটে সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে রাজি হয়েছে তা সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেনি মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এরই মধ্যে কিছু যোদ্ধা রাশিয়ায় পৌঁছে গেছেন এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।
সিরিয়ার একটি প্রকাশনার তথ্য অনুসারে, সিরীয় স্বেচ্ছাসেবকদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়া। ২০০ থেকে ৩০০ মার্কিন ডলার সমমূল্যের বেতনে মস্কো এই স্বেচ্ছাসেবকদের নিয়োগের প্রস্তাব দিয়েছে।
খবরে জানা যায়, মস্কোর কর্মকর্তারা বিশ্বাস করেন, যেহেতু গত এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এ সংঘাতে সিরীয় গৃহযোদ্ধারা অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ হয়ে ওঠেছে। তাই, মস্কো যদি এই দক্ষ এবং অভিজ্ঞ সিরীয় যোদ্ধাদের ইউক্রেনের বিরেদ্ধে মোতায়েন করতে পারে, তাহলে রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো খুব সহজে রাশিয়ার পক্ষে চলে আসবে।