ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২২১ শিশুর
সাদাকালো নিউজ
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত ২২১ শিশু মারা গেছে। আহত হয়েছে ৪০৮ শিশু।
ইউক্রেনের মানবাধিকার বিষয়ক ন্যায়পাল লুদমিলা দেনিসোভা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
লুদমিলা দেনিসোভা টেলিগ্রামে লিখেছেন, দখলদার বাহিনী ইউক্রেনের শহরগুলিতে সক্রিয়ভাবে লড়াই করছে, এ কারণে মৃত ও আহত শিশুর প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয়।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলের অবরুদ্ধ আজভস্তাল ইস্পাত কারখানায় বৃহস্পতিবার পুরোদমে হামলা শুরু করেছে রুশ বাহিনী। মারিওপোলে কেবল এই কারখানা এলাকাটি ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে রয়েছে।
টানা কয়েক দিনের হামলার পর রুশ বাহিনী কারখানা এলাকায় ঢুকে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন পুতিন। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি শুরুতে উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে স্থল অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। পরে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে উত্তর দিক থেকে সেনা সরিয়ে পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে মস্কো।