ইউক্রেনের এক মেয়রকে ধরে নিয়ে গেছে রুশ সেনারা
সাদাকালো নিউজ
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে চলমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দখল করে নিচ্ছে ইউক্রনের বিভিন্ন অঞ্চল। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সরকারি কর্মকর্তারা জানান, রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতপোলের মেয়রকে ধরে নিয়ে গেছে।
বার্তা সংস্থা এএফপির সূত্র মতে, রুশ বাহিনী স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়র ইভান ফেদরোভকে ধরে নিয়ে যায়।
ইউক্রেনের পার্লামেন্টের টুইটারে বলা হয়েছে, রাশিয়ায় সামরিক বাহিনীর ১০ জনের একটি দল মেলিতপোলের মেয়রকে তুলে নিয়ে যায়। কেননা তিনি শত্রুদের সাহায্য করতে চাননি।
এছাড়াও, গতকাল প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় মেয়রকে ধরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, মেয়র ফেদরোভ সাহসের সঙ্গে ইউক্রেন ও তাঁর শহরের মানুষকে রক্ষা করেছেন।
জেলেনস্কি এই ঘটনাকে আক্রমণকারী ব্যক্তিদের দুর্বলতার ইঙ্গিত বলে মনে করেন। তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে রাশিয়া তার সন্ত্রাসী কর্মকাণ্ডের নতুন স্তরে পৌঁছানোর প্রমাণ দিয়েছে।