ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিয়েছে অস্ট্রেলিয়া
সাদাকালো নিউজ
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ। যারা প্রতিনিয়ত আর্থিক ও সামরিকভাবে সহায়তা দিয়ে ইউক্রেনের পক্ষে অবস্থান করছে।
সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য সূত্রে জানা যায়, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে অস্ট্রেলিয়া।
সোমবার (৭ মার্চ) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, অস্ট্রেলিয়ার ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দেন, ইউক্রেনকে ৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে।