আশুলিয়ায় ‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
সাদাকালো নিউজ
ঢাকার আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১২ আগস্ট) রাতে আশুলিয়ার ধানসোনা নতুননগর এলাকায় একটি টিনশেড বাড়িতে দগ্ধ হওয়ার পর তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- সাবিনা বেগম, মহসিন, তার মা কমলা বেগম, নজরুল ইসলাম, সাদেক এবং আবুল হাশেম।
জানা যায়, নতুননগর এলাকার শফিকের টিনশেড বাড়িতে পাশাপাশি কয়েকটি ঘরে ভাড়া থাকেন কয়েকজন। রাত ৮টার দিকে বাড়িটিতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে কয়েকটি ঘর থেকে ছয়জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে।
প্রতিবেশিরা জানান, গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ করেন সেখানে বাস করা সবাই। গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটেছে বলে ধারণা তাদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গতরাতে আশুলিয়ায় একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে