আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সাদাকালো নিউজ
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কোথা উপেন্দ্র রেড্ডি নামে একজন সমাজকর্মী। প্রতারণামূলক ও ভুল তথ্য প্রচারের অভিযোগে হায়দরাবাদের আম্বারপেট থানায় এই অভিযোগ করেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এর বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রী চৈতন্য এডুকেশনাল ইনস্টিটিউটের একটি বিজ্ঞাপনে দেখা গেছে আল্লু অর্জুনকে। এই বিজ্ঞাপনে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। বিভ্রান্তিমূলক এই বিজ্ঞাপনের জন্য ওই প্রতিষ্ঠান এবং আল্লু অর্জুনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তিনি।
এর আগে একটি ফুড ডেলেভারি অ্যাপ ও বাইক অ্যাপের প্রচার করে সমালোচনার মুখে পড়েছিলেন আল্লু অর্জুন।
চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে সুকুমার পরিচালিত এই সিনেমা মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করে। পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসাও কুড়ায়।