আরিফিন শুভ আর ঐশীকে পাঠানো হলো পাবনায়
রাকিব হাসান
চিত্রনায়ক আরিফিন শুভ। অবস্থান করছেন পাবনায়। সঙ্গে রয়েছেন সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।
১১ই সেপ্টম্বর থেকে সেখানে ‘নূর’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফি। এরই মধ্যে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজকও তিনি।
আরিফিন শুভ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে। পরবর্তীতে কাজ করেন নাটকে। ২০১০ সালে তিনি জাগো সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন। খলনায়ক হিসেবেও অভিনয় করেছেন। সিনেমার নাম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। সেখানে তার সাথে অভিনয় করেন শাকিব খান ও জয়া আহসান।
তিনি ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, ঢাকা অ্যাটাক, সাপলুডু এর মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।আরিফিন শুভ ২০১৫ সালে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন।[১৪] অর্পিতা সমাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।
অন্যদিকে, জান্নাতুল ফেরদৌস ঐশী মডেল এবং অভিনেত্রী হিসেবে পরিচিত। সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০১৮-এর মুকুটধারী।
তিনি ৮ই ডিসেম্বর ২০১৮ সালে চীনের সানইয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০১৮-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০-এ স্থান পান ঐশি।
ঐশী ২৭শে আগস্ট ২০০০ সালে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মাটিভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন । দুই বোনের ঐশি ছোট।
ঐশির বাবা আঃ হাই একজন সমাজকর্মী। মা আফরোজা হোসনে আরা পেশায় শিক্ষিকা। বড় বোনের নাম শশী। এখনো পড়াশুনা করছেন।
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮” এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় দেশজুড়ে প্রায় ৩০ হাজার প্রতিযোগী অংশ নেন। একই বছর মিস ওয়ার্ল্ড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ঐশি।
চীনের সানায় মিস ওয়ার্ল্ড ২০১৮-এর ৬৮তম সংস্করণে, ষষ্ঠ গ্রুপে ঐশীকে বিজয়ী ঘোষণা করা হয়। ঐশী এই গ্রুপে হেড-টু-হেড চ্যালেঞ্জে মানুষের ভোটে ছয় প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন। তার দলের অন্য প্রতিযোগীরা ছিলেন চীন, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডেনমার্ক, ব্রাজিল এবং আয়ারল্যান্ডের।