আরসি-ফিফটিন নিয়ে আসছেন কিয়ারা
সাদাকালো নিউজ
প্রাথমিকভাবে সিনেমাটির নাম ‘আরসি-ফিফটিন’। তবে এটি কিয়ারার জন্য বিশেষ একটি সিনেমা। কারণ, অভিনেত্রীর ক্যারিয়ারে এটাই প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। সেই সঙ্গে সিনেমাটি নির্মাণ করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক এস শঙ্কর। এতে কিয়ারার বিপরীতে পর্দায় দেখা যাবে দক্ষিণের সুপারস্টার রাম চরণকে।
কিয়ারা বলেন, সিনেমাটি এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে দর্শককে। আমরা সবাই জানি যে, এস শঙ্কর একজন গুণী নির্মাতা। জাদুকরের মতো যেকোনো কাহিনি ও চরিত্রকে জীবনের থেকে বড় আকারে নির্মাণ করতে পারেন তিনি। তার সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে এবং নিজেকে আরও বেশি সমৃদ্ধ করা।
অভিনেত্রী আরও বলেন, সিনেমার গল্প ও আমার চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলতে পারব না আমি। তবে এই সিনেমাটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি।
কিয়ারা বলেন, শুটিং সেটে একটা স্পঞ্জের মতো থাকি আমি। আশপাশে যাই ঘটুক না কেন, সেগুলো খেয়াল রাখি আর স্পঞ্জের মতো শুষে নিই। গেল বছরের নভেম্বরে এই ছবির কিছু অংশের শুটিং করেছিলাম আমরা।
প্রসঙ্গত, হায়দরাবাদে ‘আরসি-ফিফটিন’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং করবেন কিয়ারা-রাম চরণ। আগেও জুটি বেঁধে এক সঙ্গে কাজ করেছেন তারা। সেই সিনেমাগুলোও বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাপ্রেমীদের।