আরও দুই দিন ভ্যাপসা গরমের ভোগান্তি
সাদাকালো নিউজ
দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। এছাড়া সারা দেশেই তাপমাত্রা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টিপাত কম হওয়ায় গরমে অতিষ্ঠ জনজীবন। এই অবস্থায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভ্যাপসা এই গরমের ভোগান্তি আরও দুই দিন থাকতে পারে। এরপর কমবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টির প্রবণতা।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দুই দিন চলতে পারে। এই দুই দিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপদাহ আগামী ১৬ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।