‘আমি তোমাকে ভালোবাসি আলিয়া’
সাদাকালো নিউজ
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মা হবার পর থেকে অনেকটাই অভিনয় থেকে দূরে আছেন রণবীর পত্নী। তবে বিভিন্ন ফ্যাশন শোতে নিয়মিত উপস্থিত হতে দেখা যায় তাকে। আলিয়া ভাটকে এবার দেখা গেছে মিট গালা ২০২৩ ইভেন্টে। যেখানে তিনি সাদা গাউনে লাল কার্পেটে আলো ছড়িয়েছেন।
ইভেন্টে আলিয়াকে সাদা গাউনের সাথে সাদা নেকলেস পড়তে দেখা যায়। যা উপস্থিত সকল ভক্তদের নজর কারে। এ সময় আলিয়াকে দেখে অনেকেই চিৎকার করে বলতে থাকে ‘আমি তোমাকে ভালোবাসি আলিয়া’। বিষয়টি আলিয়াও বেশ উপভোগ করেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, আলিয়া ভাট লাল কার্পেটে উপস্থিত হতেই ভক্তরা তাকে দেখে চিৎকার করতে শুরু করে। পরে আলিয়া তাদের দিকে হাত বাড়িয়ে ভালোবাসা জানান, এরপর ভক্তদের উদ্দেশ্যে তিনিও বলেন ‘আমি তোমাদের ভালোবাসি’।
এবারের মিট গালা ২০২৩ ইভেন্টে আলিয়া ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত ছিলেন। এছাড়া হলিউডের এক ঝাঁক তারকা এই অনুষ্ঠানে অংশ নেন।