আমরা বিশ্ব শান্তির প্রবক্তা- ভারতের প্রধানমন্ত্রী
সাদাকালো নিউজ
প্রথা মেনেই আজ সকালে কার্গিলে পৌঁছে যান মোদী। এবছরের দিওয়ালি উত্তর লাদাখের এই সীমান্তবর্তী এলাকায় কাটাবেন মোদী। জওয়ানদের সঙ্গে দিওয়ালি কাটাতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘ভারতের সুরক্ষার স্তম্ভ হল আমাদের বাহিনী৷ কার্গিলের এই বিজয়ভূমি থেকে আমি দেশবাসীকে এবং গোটা বিশ্বকে শুভ দিওয়ালি জানাচ্ছি৷ পাকিস্তানের সঙ্গে এমন একটাও যুদ্ধ হয়নি, যেখানে কার্গিলে বিজয় পতাকা ওড়েনি৷ দীপাবলির অর্থ হল, সন্ত্রাসের সমাপ্তি আর কার্গিল এটা সম্ভব করে দেখিয়েছে৷’
মোদী আরও বলেন, ‘বহু বছর ধরেই আপনারা সবাই আমার পরিবার। কার্গিলে আমাদের বীর জওয়ানদের সঙ্গে দিওয়ালি কাটাতে পারার সুযোগ পেয়ে আমি গর্বিত। সীমান্তে সশস্ত্র বাহিনী পাহারা দিচ্ছেন বলেই দেশের প্রতিটি নাগরিক শান্তিতে ঘুমোতে পারেন। আমি দেশের সশস্ত্র বাহিনীকে প্রণাম জানাই। আপনাদের আত্মত্যাগ বরাবর দেশকে গর্বিত করেছে। দেশের ভিতরে ও বাইরের শত্রুদের সঙ্গে ক্রমাগত লড়াই চালাচ্ছি আমরা। দুর্নীতির বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধ চালাচ্ছি আমরা। দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা যতই শক্তিশালী বা ক্ষমতাবান হোক না কেন, কাউকে ছাড়া হবে না।’
মোদী এদিন বলেন, ‘কুরুক্ষেত্র বা লঙ্কার যুদ্ধই হোক না কেন, যুদ্ধ সর্বদাই শেষ বিকল্প ছিল… আমরা বিশ্ব শান্তির প্রবক্তা। আমরা সংঘর্ষের বিরোধিতা করি। কিন্তু শক্তি ছাড়া শান্তি সম্ভব নয়। আমাদের বাহিনীর সক্ষমতা ও কৌশল রয়েছে। সেনাবাহিনী জানে কিভাবে উত্তেজনা সৃষ্টি করতে চায় তাদের যোগ্য জবাব দিতে হয়।’ এদিকে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর প্রশংসাও করেন। পাশাপাশি মোদী বলেন, ‘সেনাবাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্তি বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে।’