আবারো মস্কোয় ড্রোন হামলা
সাদাকালো নিউজ
রাশিয়ার রাজধানী মস্কোয় ফের ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালের এ হামলায় অন্তত দুটি ভবনের অনেক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শেষ খবর পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাশিয়ার সংবাদ সংস্থা এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, দুটি ড্রোন (মানুষবিহীন ছোট উড়োজাহাজ) মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি আবাসিক ভবনে আঘাত হানে।
একটি আঘাত হানে একটি বহুতল ভবনের ওপরের দিকের কয়েকটি ফ্লোরে। আর দ্বিতীয়টি আঘাত হানে একই অঞ্চলের একটি ২৪ তলা ভবনে। এতে ভবন দুটির অনেক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আক্রান্ত ভবন দুটি থেকে সব বাসিন্দাকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মস্কোর মেয়র সোবিয়ানিন।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লেখেন, অনেক ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সমাজমাধ্যমটিতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে একটি ড্রোন ভূপাতিত করার দৃশ্য দেখা যায়। তবে ভিডিওটি যাচাই করা যায়নি বলে জানিয়েছে আরটি।
চলতি মাসের শুরুতে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের আশপাশ থেকে দুটি ড্রোন ভূপাতিত করা হয়। মস্কোর অভিযোগ, পুতিনকে হত্যা করতেই ওই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেন এ দাবি অস্বীকার করেছে।