আবারও স্বপ্ন ভাঙ্গলো পরীমনির; থাকতে হচ্ছে কাশিমপুরেই
সাদাকালো নিউজ ডেস্ক
ঢাকার বনানীর বাসা থেকে হুট করেই কাশিমপুর কারাগারে। মাঝে কিছুদিন গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে চিত্রনায়িকা পরীমনিকে। আজ জামিন বিষয়ে শুনানি ছিল। ভেবেছিলেন জামিন পাবেন তিনি। কিন্তু তা আর হল কই?
পরীমনিকে নতুন করে ৫ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাইতো চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের শুনানিই হল না।
১৯ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য হয়েছে। একই দিনে পরীমনির আইনজীবিও জামিন আবেদন করবেন।
এর আগে, ১৬ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরীর আদালতে আইনজীবী মজিবুর রহমান পরীমনির জামিন আবেদন করেন। পরে শুনানির জন্য আদালত ১৮ আগস্ট দিন ধার্য করেন।
গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড শেষে পরীমনিকে থাকতে হচ্ছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। পরীমনির আইনজীবী কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে আবেদন করলে বিচারক বিষয়টি কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে বিবেচনা করার আদেশ দেন।
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী বন্দিদের রাখার ব্যবস্থা না থাকায়, আদালতের আদেশের পর চিত্রনায়িকা পরীমনিকে সেদিনই কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুযায়ী কাশিমপুর মহিলা কারাগারের রজনীগন্ধা ভবনে পরীমনিকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শামসুন্নাহার স্মৃতি ঢাকার চলচ্চিত্রে পরীমনি নামেই বেশি পরিচিত। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন তিনি।