আবারও রাশিয়ার বেলগোরোদে গোলাবর্ষণ, নিহত ২
সাদাকালো নিউজ
রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলের মাসলোভা প্রিস্তান এলাকায় ইউক্রেনের গোলা হামলায় দুই নারী নিহত এবং দুজন আহত হয়েছেন।
বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, শেবেকিনস্কি জেলার মাসলোভা প্রিস্তান গ্রামের সড়কে ইউক্রেনের সশস্ত্র বাহিনী গোলা হামলা চালিয়েছে। হামলায় ওই সড়ক দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় গোলার আঘাতে দুজন নারী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে আগে থেকেই রাশিয়ার ভেতরে হওয়া হামলার সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছে কিয়েভ। উল্টো তাদের দাবি, রাশিয়ার সরকারবিরোধী গোষ্ঠী এসব হামলা করছে।
এ দিকে স্মোলেনস্ক অঞ্চলের দুটি শহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এ ছাড়া কালুগা অঞ্চলের একটি বনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সম্প্রতি ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বেলগোরোডে গোলা হামলায় আটজন আহত হন।
অন্যদিকে আজ শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়ার ছোঁড়া প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু গত মাসেই ইউক্রেনে ২০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।