আফিফের ‘প্রথম’ সেঞ্চুরি
সাদাকালো নিউজ
বৃহস্পতিবার (৪ মে) নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করেছে। ব্যাট করতে নেমে ১১১ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য বুধবার (৩ মে) ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সে দলের নেতৃত্বভার পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন। তার একদিন যেতে না যেতেই লিগে সেঞ্চুরি করে উপলক্ষটা স্মরণীয় করে রাখলেন এই বাঁহাতি।
এদিন আবাহনীর দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয় দলকে ভালো শুরু এনে দেন। ৩১ রান করেন বিজয়, আর ২৬ রান করে বিদায় নেন নাঈম। ভালো শুরু করেও ১৯ রানেই থামেন ওয়ান ডাউনে নামা মাহমুদুল হাসান জয়ও।
তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা আবাহনী কক্ষপথে ফেরে আফিফ হোসেনের সঙ্গে মোসাদ্দেক হোসেনের ১৪০ রানের জুটিতে। ৬৭ রান করে আউট হয়ে যান মোসাদ্দেকও। পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহও ১২ রান করেই থামেন।
এরপর বাকি ওভারগুলো জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে খেলে সেঞ্চুরি তুলে নেন আফিফ। অনিক শেষ পর্যন্ত ১১ রানে অপরাজিত থাকেন। প্রাইম ব্যাংকের হয়ে শেখ মেহেদী ও কাশিফ বাট দুটি করে উইকেট নেন।