আফগানিস্তানের কাবুলে একদিনে বোরকার দাম বেড়ে তিনশো গুণ!
সাদাকালো নিউজ ডেস্ক
কয়েক দশক ধরে ঐতিহ্যবাহী আফগানি বোরকা বিশ্বে আফগান নারীদের পরিচয় বহন করে আসছে। ঐতিহ্যবাহী এই বোরকা অধিকাংশ সময় নীল রঙের হয়। ভারী কাপড়ে বানানো এই বোরকা বিশেষভাবে নকশা করা। পরিধানকারীর পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকে এই বোরকায়।