আপনাদের জন্য জীবন দিচ্ছি, এরপরও কেন আঘাত: ফায়ার সার্ভিসের ডিজি
সাদাকালো নিউজ
রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টির মতো ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি অন্যান্য বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। এরই এক পর্যায়ে কিছু উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের অফিসে হামলা করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন অভিযোগ করে বলেন, বঙ্গবাজারের ঠিক বিপরীতে থাকা ফায়ার সার্ভিসের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। সদরদপ্তরের গাড়ি ও ভবন ভাঙচুর করা হয়েছে।
মোহাম্মদ মাইন উদ্দিন আরও বলেন, ‘দুর্ঘটনা ঘটলে আমরা আপনাদের পাশে যাই সবার আগে। তারপরও আমাদের ওপর কেন আক্রমণ? কেন আঘাত ফায়ারসার্ভিসের উপরে? গত এক বছরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১৩ জন কর্মী নিহত হয়েছে এবং আরও ২৯ জন আহত হয়েছেন। এরপরেও কেন ফায়ার সার্ভিসের ওপর হামলা, তা আমার বোধগম্য নয়।’
আজ সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করে।