আদালতের শুনানির আগে ‘যুদ্ধের জন্য প্রস্তুতি’ ট্রাম্পের
সাদাকালো নিউজ
ফৌজদারি মামলায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আত্মসমর্পণ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ট্রাম্পের সম্ভাব্য আত্মসমর্পণ, গ্রেফতার ও অভিযোগের আশঙ্কায় নিউইয়র্ক সিটি পুলিশ ট্রাম্প টাওয়ারের চারপাশে ধাতব স্থাপনা স্থাপন করেছে এবং ম্যানহাটন ফৌজদারি আদালত কমপ্লেক্সের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ আশঙ্কা করছে, ট্রাম্প আত্মসমর্পণ করলে তার সমর্থকরা আদালতের চারপাশে বড় ধরনের বিক্ষোভ দেখাতে পারে। মঙ্গলবার বিকেলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে আদালতে হাজির করা হবে।
স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত এক পর্নো তারকাকে চুপ করানোর জন্য ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছে গ্র্যান্ড জুরি। তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
ট্রাম্প তার বিরুদ্ধে তদন্তকে “অ্যালিকে অনুসরণ করার” সঙ্গে তুলনা করেছেন এবং দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। রিপাবলিকান আইনপ্রণেতা মার্জরি টেইলর গ্রিনসহ ট্রাম্পের শীর্ষ সমর্থকরা জানিয়েছেন, তারা প্রতিবাদ জানাতে মঙ্গলবার নিউইয়র্ক যাবেন।
এনওয়াইপিডি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুলিশ বিভাগ প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত এবং সবাই যাতে শান্তিপূর্ণভাবে তাদের অধিকার রক্ষা করতে পারে তা নিশ্চিত করবে।’
নিউ ইয়র্ক ইয়ং রিপাবলিকান ক্লাব জানিয়েছে, তারা কোর্টহাউজ থেকে রাস্তার ওপারে একটি পার্কে বিক্ষোভ করার পরিকল্পনা করছে। আদালতের এক কর্মকর্তা জানান, আদালত ভবনের উপরের তলাগুলো স্থানীয় সময় দুপুর ১টায় বন্ধ করে দেওয়া হবে।