আদর-দর্শনার ‘লিপস্টিক’
সাদাকালো নিউজ
ঈদের সিনেমা ‘লোকাল’ দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন চিত্রনায়ক আদর আজাদ। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ভালোই দর্শক টেনেছে। সিনেমার গানগুলোও মুগ্ধ করেছে শ্রোতাদের।
সময়টা সব মিলিয়ে ভালো যাচ্ছে নায়ক আদরের। তার ভিড়ে ১০ মে ছিল তার জন্মদিন। জীবনের বিশেষ এ দিনের প্রথম প্রহরেই পেলেন সুখবর। নতুন সিনেমা উপহার পেলেন তিনি।
স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার নাম ‘লিপস্টিক’। এ সিনেমার চমক, আদরের নায়িকা দর্শনা বণিক।
আদর বলেন, ‘এটা আমার জন্য দারুণ আনন্দের একটি প্রাপ্তি। জন্মদিনের রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি ভালো কিছু দিতে পারব এ সিনেমা দিয়ে।’