আত্মসমর্পণের পর খালিস্তানি নেতা অমৃতপাল গ্রেপ্তার
সাদাকালো নিউজ
পালানোর ৩৭ দিন পর ভারতের আলোচিত খালিস্তানি নেতা উগ্র শিখ প্রচারক অমৃতপাল সিং পাঞ্জাব মোগা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার (২৩ এপ্রিল) আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন তিনি। তাকে ধরতে গত মার্চে হাই অ্যালার্ট জারি করা হয় পাঞ্জাবে।
‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের এই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজ্যে কোনও বিশৃঙ্খলা এবং গুজব না রটাতে জনসাধারণের প্রতি টুইট বার্তায় আহ্বান জানিয়েছে পাঞ্জাব পুলিশ।
রোববার ভোরে গুরুদ্বারে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ২৯ বছর বয়সী খালিস্তানি নেতা অমৃতপাল সিংহ। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। কীভাবে আত্মসমর্পণ করলেন বিস্তারিত জানায়নি স্থানীয় প্রশাসন। নিরাপত্তার কারণে আসামের ডিব্রুগড় কারাগারে নেয়া হয়েছে তাকে। সেখানে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার ৮ সহযোগীকে আগেই বন্দি রাখা হয়েছে।
প্রসঙ্গত, অমৃত পাল সিং গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন। তার ও সংগঠনের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি, পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টাসহ বহু অভিযোগে মামলা রয়েছে। অমৃতপাল সিংকে খালিস্তানি-পাকিস্তান এজেন্ট হিসেবে দাবি করে আসছে ভারত সরকার। তিনি গত কয়েক বছর ধরে পাঞ্জাবে সক্রিয় ছিলেন। অমৃত নিজেকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ও জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করেন।
‘ওয়ারিস পাঞ্জাব দে’ নামে একটি মুভমেন্টের নেতৃত্ব দেন অমৃতপাল সিং। অভিনেতা ও মানবাধিকারকর্মী দীপ সিধু উগ্র সংগঠনটির প্রতিষ্ঠাতা। গত বছরের ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
কট্টরপন্থি শিখ প্রচারক অমৃতপালকে প্রায়শই সশস্ত্র সমর্থকদের সহায়তা করতে দেখা যায়। তিনি প্রকাশ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণা দেন এবং খালিস্তান নামে একটি রাষ্ট্র গঠনের বিবৃতি দিয়েছিলেন।
দেশটির কর্মকর্তাদের অভিযোগ, অমৃতপাল সিং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। সূত্র: এনডিটিভি