‘আড়াই হাজার কর্মী দিয়ে ১৭ কোটির দুর্নীতি রোধ সম্ভব নয়’
সাদাকালো নিউজ
আড়াই হাজার কর্মী দিয়ে ১৭ কোটি মানুষের দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। আজ সোমবার (২২ মে) সকালে চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটরিয়াম চত্বরে এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। তরুণদের দুর্নীতি-বিরোধী মঞ্চ ‘সততা সংঘ’র ব্যানারে এই সমাবেশের আয়োজন করে দুদক।
দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক বলেন, ‘দুদক কোনো শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে তদন্ত করে না। দুদক সব ধরনের, এমনকি সাধারণ মানুষের অবৈধ উপার্জনের বিষয়েও তদন্ত করে। দুর্নীতি দমন দুদকের একার কাজ নয়। আমাদের জনবল আছে এক হাজার ২০০-এর মতো। আরও এক হাজার ২০০ জনবল নেওয়ার সুযোগ আছে। এই আড়াই হাজার কর্মী দিয়ে ১৭ কোটি মানুষের দুর্নীতি রোধ করা সম্ভব নয়।’
দুদক কমিশনার আরও বলেন, ‘দুর্নীতি দমন না করলে স্মার্ট বাংলাদেশ হওয়ার সুযোগ নেই। বঙ্গবন্ধু কুমিল্লায় ক্যাডেটদের বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে। তিনি জীবিত থাকলে বহু আগেই মধ্যম আয়ের দেশ হতাম আমরা। বঙ্গবন্ধু পিরোজপুরে বলেছিলেন—কেউ দুর্নীতি করলে পোস্ট কার্ডে জানাবে, আমি বিচার করব।’
‘সততা সংঘের এ কাজটি দুদক কেন করছে’ প্রশ্ন রেখে দুদক কমিশনার বলেন, “শিশুমনে চিন্তার খোরাক দিতে চাই। সততা কঠিন কাজ হলে সেই কঠিনকে ভালোবাসতে হবে। কথায় আছে ‘ত্রিশে বিদ্যা, চল্লিশে ধন’। সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। বাচ্চাদের জাগতে হবে। ছোট বয়সে ভালো কাজে অভ্যস্ত করাতে হবে। বাচ্চারা ঘুষ খায় না, অন্যায় করে না। সন্তানেরা মা-বাবাকে সৎ আদর্শবান দেখতে চায়।’
দুদকের এই কমিশনার আরও বলেন, ‘ওসি প্রদীপের সম্পদের তথ্য চেয়ে সাতটি দেশে চিঠি পাঠানো হয়েছে। তার মামলা চলমান রয়েছে। মামলার রায়ও হয়েছে। তার সম্পদের নিশানা খোঁজার জন্য বিভিন্ন দেশের সহযোগিতা দরকার হয়। সাতটি দেশে আমরা পত্র আলাপ করেছি।’
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো মূল্যে জয়ী হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরাজিত হওয়ার মানসিকতা থাকতে হবে। জীবনে শর্টকাট পথে সাফল্য আসে না। সৎ থাকতে পারা অত্যন্ত কঠিন বিষয়। সৎপথে চলা কঠিন। সেই কঠিনকে ভালোবাসতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন সততা সংঘের পরামর্শক মোস্তফা হাসান মজুমদার। স্বাগত বক্তব্য দেন দুদকের পরিচালক মো. মাহমুদ হাসান।