আট প্রার্থীর ভোটের খাতা শূন্য!
সাদাকালো নিউজ
জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে পাঁচটি ওয়ার্ডে আট জন সদস্য পদপ্রার্থী একটিও ভোট পাননি। জেলা পরিষদের পাঁচটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৯২ জন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্য ভোট পাওয়া সদস্য পদপ্রার্থী হলেন- পাঁচবিবি উপজেলা এক নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন ইব্রাহিম (টিউবওয়েল), জয়পুরহাট সদর উপজেলা দুই নম্বর ওয়ার্ডে মাসুদ রানা রোজ (অটোরিকশা), কালাই উপজেলা তিন নম্বর ওয়ার্ডে ছানোয়ার হোসেন ( টিউবওয়েল), সিনজুর রহমান (উঠপাখি), ক্ষেতলাল উপজেলা চার নম্বর ওয়ার্ডে এস. এম তুহিন ইসলাম তৌফিক (উঠপাখি), আজিজুল হক (ক্রিকেট ব্যাট), আক্কেলপুর উপজেলা পাঁচ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা (তালা প্রতীক) ও মাহমুদুল হাসান (হাতি প্রতীক)।
জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খাজা শামছুল ইসলাম বিজয়ী হয়েছেন। এছাড়া পাঁচটি ওয়ার্ডে আবু সাঈদ আল মাহবুব চন্দন, রমজান আলী, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান ও মাজারুল আনোয়ার নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে সাবিনা আখতার চৌধুরী দুই নম্বর ওয়ার্ডে রত্না রশিদ সদস্য নির্বাচিত হয়েছেন।