আজ থেকে সরকারি-বেসরকারি অফিস সময় ৯-৩ টা
সরকার আজ রোববার থেকে তিনদিনের জন্য সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৬ ঘন্টা সরকারি ও বেসরকারি অফিস চলার সময় ঘোষণা করেছে।
এদিকে, রাজধানীতে ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৯ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হবে। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি অফিস আগামী তিনদিন অর্থাৎ রোববার, সোম ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এর আগে অফিস ও ব্যাংক সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলার নির্দেশ দেয়া হয়েছিল।
এদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ রবি, সোম ও মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই তিন দিন অবশ্য কারফিউ শিথিলের সময় আরও দুই ঘণ্টা করে বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এসব এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় গতকাল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে কারফিউ বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত রবি ও সোমবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়। এর আগের দুদিন শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে বুধবার সীমিত পরিসরে চালু হয় অফিস। গত বুধ এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলে। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর নতুন সময়সূচি ঘোষণা করল সরকার। এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।