আজ জিতলেই সিরিজে জয় নিশ্চিত হয়ে যাবে
সাদাকালো নিউজ
সফরের প্রথম দুই অংশে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মোটেও প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা।
টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ হেরেছে খুব বাজেভাবে। অবশেষে সফরের শেষ অংশে এসে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারলো। শুধু পারলোই না, সিরিজ জয়েরও দারুণ একটা হাতছানি তামিম ইকবালের দলের হাতে।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ক্যারিবীয়দের হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ জিততে পারলেই তিন ম্যাচের সিরিজে জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। শেষ ম্যাচের জন্য আর অপেক্ষা করতে হবে না।
শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে রাজি নয় বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। দ্বিতীয় ম্যাচের আগে দলের অভিজ্ঞ অলরআউন্ডার মেহেদী হাসান মিরাজ সরাসরিই বলে দিয়েছেন, ‘আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারব না। যেহেতু আমাদের বড় একটা সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই যেহেতু আমরা শান্ত হতে পারব যে আমার সিরিজ জিতেছি। অবশ্যই আমাদের ম্যাচ জিততে হবে, অবশ্যই আমাদের ম্যাচ জেতার জন্যই খেলতে হবে। তবে আরও বেশি ফোকাসড থাকব।’