‘আচমকা মৃত্যু হয়নি শেন ওয়ার্নের’
সাদাকালো নিউজ
গত ৪ মার্চ, ৫২ বছর বয়সে হুট করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।
থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন শেন ওয়ার্ন। তার আচমকা মৃত্যুর খবর তাই বিশ্বাস করাও কঠিন ছিল ক্রিকেটবিশ্ব সহ তার অনুরাগীদের কাছে।
অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার মনে করেন না, আচমকা মৃত্যু হয়েছে ওয়ার্নের। ব্রাকনার দীর্ঘ দিন অস্ট্রেলীয় জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। তার দাবি পুরো ব্যাপারটিই প্রত্যাশিত ছিল। ওয়ার্নের মৃত্যু আদৌ আকস্মিক কোন দুর্ঘটনা নয়।
ব্রাকনার মনে করেন ওয়ার্নের অনিয়ন্ত্রিত জীবনযাপনকেই তার অকাল মৃত্যুর কারণ।
তিনি বলেন, ‘ওয়ার্নির যদি হৃদরোগ থেকে থাকে, তা হলে থাইল্যান্ডে রাতারাতি সেটা হয়নি। গত ২০ থেকে ৩০ বছর ধরে নিয়মিত ধূমপান করেছে এবং খাদ্যাভাসেও সমস্যা ছিল তার।তাই আবার বলছি, ওয়ার্নির ক্ষেত্রে আকস্মিক কিছু হয়েছে বলে আমি অন্তত মনে করি না।’
সম্প্রতি কিংবদন্তি এ স্পিনার ডায়েট করে নিজের ওজন ১৪ কেজি কমিয়ে ফেলেন। এছাড়া ওয়ার্ন মাত্রাতিরিক্ত ধূমপান ও মদ্যপান করতেন।
ব্রাকনার মনে করেন, ওয়ার্নের মৃত্যু সবার কাছেই শিক্ষা হয়ে থাকা উচিত। কারন তাহলে প্রত্যেকেই বুঝতে পারবেন নিয়মিত নিজের স্বাস্থ্য পরীক্ষা করা কত জরুরি।