আগ্রহের শীর্ষে জেমিনি সী ফুড
সাদাকালো নিউজ
দেশের অন্যতম শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির বা ৩১.৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদের মধ্যে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড।
ডিএসই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র অনুযায়ী, আজ শেয়ারটির দর বেড়েছে ৩২ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ এবং শেয়ারটি সর্বশেষ ৪০৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৫৬ বারে ১ লাখ ৭৩ হাজার ৫৭৪টি শেয়ার লেনদেন করে।
শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৬.৯৫ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া আগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। এদিন কোম্পানিটির দর ১২ টাকা ৪০ পয়সা বা ৬.৫২ শতাংশ বেড়েছে।
আগ্রহের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ডাইং, আমরা টেকনোলজি, সিলকো ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, উত্তরা ব্যাংক ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।