আগ্রহের তালিকায় যেসব কোম্পানি
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সব থেকে বেশি আগ্রহ ছিল বিডি থাই ফুডের শেয়ারে। শেয়ার দর ৩.৯০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়ে টপ টেন গেইনারে উঠে আসে কোম্পানিটি।
ডিএসই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আগের কার্যদিবস বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩.৫০ টাকায়।
শেয়ার দর বাড়ার শীর্ষ তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হলো: সানলাইফ ইন্সুরেন্স, শেয়ার দর বেড়েছে ৯.৭৭ শতাংশ, বিডিকমের ৯.৬৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৬৩ শতাংশ, ইনটেকের ৯.৩২ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৮.২৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৭.৫৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৬.২৩ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৯৫ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের ৫.৬৮ শতাংশ।