‘আগাম বিজয়ী’ ঘোষণা করতে ট্রাম্পকে পরামর্শ উপদেষ্টাদের
গত কয়েক মাসের তীব্র উত্তেজনাপূর্ণ বিতর্ক, সমাবেশ, প্রচারণা শেষে এবার ভোট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। বেশ কিছু জায়গায় এখনো ভোটগ্রহণ বাকি।
তবে মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েট প্রেসের সবশেষ ফলাফল মতে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (১০৯*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (১৯৮*)।
আগে থেকে অনুমান করা হচ্ছিল, ভোটের দিনই নিজেকে ‘আগাম বিজয়ী’ ঘোষণা করতে পারেন ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছেন, ইতোমধ্যে ট্রাম্পের বেশ কয়েকজন ঘনিষ্ট উপদেষ্টা এ পরামর্শ দিয়েছেন।
তারা ট্রাম্পকে জানিয়েছেন, বর্তমান ফলাফলে সম্ভাব্য ‘বিজয় বিশ্বাসযোগ্য’। মঙ্গলবার (বুধবার) রাতে ফলাফল সম্পূর্ণরূপে নিশ্চিত না হলেও তাতে ট্রাম্পের হারানোর কিছু নেই। তার তার উচিত হবে আগাম বিজয় ঘোষণা করে দেওয়া।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী ট্রাম্প সিদ্ধান্ত নিবেন কি না তা পরিষ্কার নয়।
অবশ্য আগাম বিজয় ঘোষণা করে মার্কিন আইন অনুযায়ী গর্হিত কাজ। মার্কিন নির্বাচনি বিধিতে, আনুষ্ঠানিক ফলাফলের আগে বিজয় ঘোষণা করা নির্বাচনি প্রক্রিয়াকে দুর্বল করে দেখা যেতে পারে এবং এর ফলে আইনি চ্যালেঞ্জ, জনগণের প্রতিক্রিয়া বা গণতন্ত্রকে ক্ষুণ্ন করার অভিযোগ হতে পারে।
এ ছাড়া যদি ট্রাম্প সময়ের আগে বিজয় দাবি করেন এবং পরে ভুল প্রমাণিত হন, বিশেষ করে যদি ফলাফল উল্টে যায় বা মেইল-ইন ব্যালট (যা গণনা করতে বেশি সময় নিতে পারে) ফলাফল পরিবর্তন করে তাহলে ঝুঁকি থাকতে পারে।
অবশ্য ভোটের আগে কমলা হ্যারিসের দল ডেমােক্র্যাট শিবির থেকে বলা হয়েছিল, ট্রাম্প যদি আগাম বিজয় ঘোষণা করে, সেক্ষেত্রে তারা এটি ঠেকাতে প্রস্তুত।