আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়ে মুখ খুললেন কাদের সিদ্দিকী !
সাদাকালো নিউজ
বঙ্গবীর কাদের সিদ্দিকী। একজন রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা। কিছুদিন আগে সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তবে কেন দেখা করেছিলেন সে বিষয়ে আছে নানা জল্পনা-কল্পনা।
একটা সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কাদের সিদ্দিকী। এরপর আওয়ামী লীগ ছেড়ে নিজে দল গঠন করেন। নাম দেন কৃষক শ্রমিক জনতা লীগ।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বর্ষীয়ান এই রাজনীতিবিদের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে। অনেকে ধারণা করেন আবারও আওয়ামী লীগের রাজনীতিতে ফিরছেন তিনি।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমার অনেক দূরত্ব রয়েছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।
আওয়ামী লীগ অথবা ১৪ দলে যোগ দেয়ার ব্যাপারে তিনি বলেন, এখন লুটপাটের সময় চলছে। হয়তো অনেকে মনে করতে পারেন, আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, সরকারের সঙ্গে মিলিত হওয়া। আজকের এই কর্মী সম্মেলন থেকে আমি পরিস্কার করে বলতে চাই, এমন রাজনীতি কাদের সিদ্দিকী করে না।
কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। বঙ্গবন্ধুকে গ্রাস করে আওয়ামী লীগ সুফল পাচ্ছে। ততদিনি তারা সুফল পাবে, যতদিন না পর্যন্ত আমরা আওয়ামী লীগের চাইতে সুসংগঠিত হতে পারবো। এমপি-মন্ত্রী হওয়ার জন্য বা ক্ষমতার জন্য আমি দল গঠন করিনি। দল গঠন করেছি, সেবা আর মানুষকে পাহারা দেয়ার জন্য।
এর আগে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দুই দিন আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। সাক্ষাৎ শেষে তিনি বলেন, ঘণ্টা দেড়েক প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই তাকে ডেকেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বোনের মতো দেখেন, মায়ের মতো শ্রদ্ধা করেন বলেও জানান।
২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল। তাতে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগও ছিল। ওই নির্বাচন নিয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তিনি দুই দফা ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে অংশ নেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর ঐক্যফ্রন্ট আর সক্রিয় নেই।
বিশ্বস্ত একটি সূত্র বলছে, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের ১৪-দলীয় জোটে অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে। আওয়ামী লীগে ফিরে আসার জন্য এর আগেও চেষ্টা চালিয়েছেন তিনি।