আইসিসির মাস সেরা ক্রিকেটার ব্রুক
সাদাকালো নিউজ
বয়স মাত্র ২৪। এই বয়সেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। সেটার পুরস্কারও পাচ্ছেন। ডিসেম্বরের পর ফেব্রুয়ারি মাসেও আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছেন। আজ সোমবার আইসিসি ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। সেখানে ভারতের রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতিকে পেছনে ফেলে মাস সেরা হন ব্রুক।
ফেব্রুয়ারি মাসে ইংলিশ এ ক্রিকেটার তার টেস্ট ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যান। নিউ জিল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজে দুইটি ফিফটি (৮৯ ও ৫৪) ও একটি সেঞ্চুরি করেন (১৮৬)। এমন পারফরম্যান্স করে হয়েছিলেন সিরিজসেরা। এবার পেলেন আইসিসির মাস সেরার পুরস্কারও।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ পারফর্ম করে হয়েছিলেন মাস সেরা ক্রিকেটার।
তিন মাসের মধ্যে দ্বিতীয়বার এই পুরস্কার জিতে ব্রুক বলেছেন, ‘তিন মাসের মধ্যে দুই-দুইবার এই পুরস্কার জেতাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে সব ধরনের সমর্থন দিয়েছেন।’