আইসিসির মার্চ মাসের সেরার দৌড়ে সাকিব
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতি দিয়ে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়।
নারী ও পুরুষ ক্রিকেটার দুই বিভাগে আইসিসি এই পুরষ্কার দিয়ে আসেছে। সাকিবের সঙ্গে মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে আছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান আসিফ খান। আর নারী বিভাগে মনোনয়ন পাওয়া তিনজন হলেন সিভনা জিমি, রাভিনা ওআ ও হেনরিট ইসমি।
এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন সাকিব।
মার্চ মাস দারুণ কেটেছে বাংলাদেশের এবং সাকিব আল হাসানের। এ সময়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত পরিসরের সিরিজে দারুণ করেছে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারিও। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭১ বলে ৭৫ রান করেছিলেন। সঙ্গে ৪ উইকেট নিয়ে ওয়ানডেতে দলকে একমাত্র জয়ের স্বাদ দিয়েছিলেন। ওয়ানডে সিরিজের ফর্ম টি-টোয়েন্টিতেও টেনে নেন সাকিব। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ঝকঝকে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। পরবর্তীতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৮ রান করেন এবং বল হাতে ৫ উইকেট নেন। সব মিলিয়ে মার্চ মাসে ১২ আন্তর্জাতিক ম্যাচে সাকিব ৩৫৩ রান করেছেন এবং ১৫ উইকেট পেয়েছেন।